যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিতে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ভুল তথ্যের ভিত্তিত্বে রেবের সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম।
সাভারে প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটের বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা নির্বাচনী সার্চ কমিটি নিয়ে আবোল তাবোল বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। তারা শুধু সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন-রাত ষড়যন্ত্র করছেন। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা কর্মকর্তা উপস্থিত ছিলেন।