পাহাড়ে পানির সংকট নিরসনে প্রাকৃতিক ঝিরিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প
- আপডেট সময় : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পাহাড়ে পানির সংকট নিরসনে প্রথমবারের মতো প্রাকৃতিক ঝিরিকে কাজে লাগিয়ে উদ্ভাবনী প্রকল্প নিয়েছে সরকার। যন্ত্রচালিত প্রযুক্তির সহায়তা ছাড়াই মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে যাচ্ছে গ্রামে গ্রামে। এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার অতি দুর্গম গ্রামে দীর্ঘদিনের পানির সংকট নিরসন হয়েছে। এধরনের প্রকল্প বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা।
নয়নাভিরাম পার্বত্য চট্টগ্রামে যেদিকে চোখ যায় কেবল সবুজের সমাবেশ। তবে এলকার ভূপ্রাকৃতিক গঠনের কারণে অনেক জায়গায় পাথুরে হওয়ায় অনেক গ্রামে পাওয়া যায় না পানি স্তর। বিদ্যুৎ বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামগুলোতে সারা বছরই থাকে পানির সংকট। সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করেছে সরকার। অতিদুর্গম পাহাড়ি এলাকায় গ্রাম সংলগ্ন প্রাকৃতিক ঝিরিতে বাঁধ দিয়ে পাইপের মাধ্যমে পানি পৌঁছে দেয়া হচ্ছে গ্রামে গ্রামে। এতে দূর হয়েছে দীর্ঘ দিনের ভোগান্তি। গ্রামে গ্রামে ঘরের দোড়গোরায় পানি পেয়ে খুশি স্থানীয়রা।
বিদ্যুৎ বিচ্ছিন্ন, নলকূপ না থাকা পাহাড়ি এলাকায় অগ্রধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এলজিএসপি প্রকল্পের আওতায় বাঁধ দেয়া হয়েছে। আগের পানির কষ্ট থাকলেও এখন পানি পাচ্ছে সবাই। দূর হয়েছে স্থানীয়দের দুর্ভোগ ।
পাহাড়ে অসংখ্যা ঝিরি-ঝরনা আছে। এসব ঝিরি-ঝরনা থেকে বাঁধ দিয়ে স্থায়ীভাবে পাহাড়বাসীর পানির কষ্ট দূর করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা।
প্রকল্পের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ হওয়ায় ১০ হাজার মানুষের পানির কষ্ট দূর হয়েছে। পানির উৎস ঠিকিয়ে রাখতে প্রাকৃতিক বন সংরক্ষণের দাবি স্থানীয়দের।