আগামী ছ’মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবেন না তামিম ইকবাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
আগামী ছ’মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে, দলের প্রয়োজনে বিসিবি চাইলে অক্টোবরে বিশ্বকাপে খেলার কথা ভাববেন তিনি।
বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলতে তামিম এখন চট্টগ্রামে। সেখানেই দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। টি-টুয়েন্টিতে জাতীয় দলে আর কখনোই নিজেকে প্রয়োজন হবে না বলেও মনে করেন তামিম। ভবিষ্যত ক্রিকেটের কথা মাথায় রেখে তরুণদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার অনুরোধ জানান দেশসেরা এই ওপেনার। সবশেষে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম।মোট ৭৮ ম্যাচে ১৭৫৮ রান করেছেন তামিম ইকবাল।