শাবিপ্রবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের প্রতিবাদী আলপনা
- আপডেট সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে টানা ১৬৩ ঘণ্টা অনশন করেছিলেন যে শিক্ষার্থীরা, তাঁদের উৎসর্গ করে ভিসির বাসভবনের সামনেই আলপনা এঁকেছেন অন্য সহপাঠীরা।
‘মৃত্যু অথবা মুক্তি’ শিরোনামে আঁকা এ প্রতিবাদী আলপনার কাজ শুরু করেন বৃহস্পতিবার সন্ধ্যায়, যা শেষ হয় গত মধ্যরাতে। বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শিক্ষার্থীরা আমরণ অনশন থেকে সরে এলেও ভিসি ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ আন্দোলনের ১৬তম দিন। ভিসি’র বাসভবনের সামনের সড়কে আঁকা এ আলপনায় ‘মৃত্যু অথবা মুক্তি’ লেখার ওপর একটি স্ট্যান্ডে স্যালাইন ঝুলিয়ে রাখা হয়েছে। আলপনা আঁকায় অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগ দাবি আদায় করতে যে ২৮ শিক্ষার্থী জীবন বাজি রেখে অনশনে নেমে ছিলেন, তাঁদের সম্মান জানাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পরবর্তী সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এমন প্রতিবাদী আলপনা আঁকা হবে।