অমিক্রন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কোভিড–নাইনটিন চিকিৎসা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে
- আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কোভিড–নাইনটিন চিকিৎসা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। স্বাস্থ্য অধিদপ্তর কোভিড–নাইনটিন চিকিৎসাবিষয়ক জাতীয় নির্দেশিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। পরিবর্তনগুলো শিগগির চিকিৎসক ও সাধারণ মানুষকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদপ্তর।
মূল পরিবর্তন আসবে আইসোলেশন বা বিচ্ছিন্নকরণ এবং কোয়ারেন্টিন বা সঙ্গনিরোধের ক্ষেত্রে। রোগ নিরাময়ের লক্ষ্যে সুনির্দিষ্ট ওষুধ ব্যবহার করতে পারবেন চিকিৎসকেরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, বৈশ্বিক অভিজ্ঞতার ভিত্তিতে করোনা চিকিৎসা নির্দেশিকায় পরিবর্তন আনা হচ্ছে। এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সিডিসির পরামর্শগুলোকে।দুই বছর ধরে চলা মহামারির মধ্যে নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে চিকিৎসকদের। সর্বশেষ পরিবর্তন দেখা গেছে করোনার নতুন ধরন অমিক্রনের ক্ষেত্রে।ইতোমধ্যে পাঁচটি ওষুধ উদ্ভাবিত হয়েছে সুনির্দিষ্টভাবে কোভিড–নাইনটিন চিকিৎসায়। এসব কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধও কিছুটা শিথিল করার পক্ষে মত দিচ্ছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর গণমাধ্যমে বলেন, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি ওয়ার্কিং গ্রুপ গাইডলাইনের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে। দু–এক দিনের মধ্যে তাঁরা তা জমা দেবেন। আশা করা যায়, আসছে সপ্তাহে তা চূড়ান্ত হবে।