বাংলাদেশি নাগরিকের মরদেহ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার একটি মর্গে রাখা আছে
- আপডেট সময় : ১২:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
২৫ জানুয়ারি ইতালিতে সংঘটিত মর্মান্তিক ঘটনায় নিহত সাত কথিত বাংলাদেশি নাগরিকের মরদেহ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার একটি মর্গে রাখা আছে। মরদেহ ফেরত পাঠানোর আগ পর্যন্ত মর্গেই রাখা হবে বলে জানা গেছে এবং মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
দীর্ঘক্ষণ তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথারমিয়ায় কথিত সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়ে অবহিত হওয়ার পর থেকেই ইতালির বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।মর্গ পরিদর্শনের জন্য আদালতের অনুমতির বাধ্যবাধকতা থাকায় এখনও সরেজমিনে মরদেহগুলো দেখা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলমান রয়েছে।ইতালির বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃতদের বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিদল তাদের সঙ্গে কথা বলেছেন। ইতালীয় সূত্রের প্রাথমিক তথ্যমতে অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের মধ্যে ২৭৩ জন ছিলেন বাংলাদেশি। যাদের মধ্যে সাত জন মারা গেছেন। অন্যরা মিসরের নাগরিক। গতকাল ইতালির কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।