সিইসি নূরুল হুদা ইতিহাসের মহাখলনায়ক : মন্তব্য সুজন সম্পাদকের
- আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিইসি নুরুল হুদাকে এবার একহাত নিল সুশাসনের জন্য নাগরিক– সুজন। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মহা-খলনায়ক’ আখ্যা দিয়েছেন সুজন- সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তার মতো লোককে সিইসি নিয়োগ দেয়াকেও জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন তিনি। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, সাংবাদিকদের সংগঠন- রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র একটি অনুষ্ঠানে ‘সুজন’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ তোলায়, প্রতিবাদে অনলাইনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন ‘সুজন’ কারো কাছ থেকে কোনপ্রকার অর্থ নেয় না। এসব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার কোনো অবকাশ নেই।
‘সুজন’ এর নির্বাহী সদস্য ড. শাহ দীন মালিক, প্রধান নির্বাচন কমিশনার কে উদ্দেশ্য করে বলেন, নিজের অপকর্ম ঢাকার জন্য অন্যের সমালোচনা করা নতুন কিছু নয়। এতে আর্শ্চয হওয়ার ও কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
বিগত নির্বাচন গুলোর প্রশঙ্গ টেনে ‘সুজন’ এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন। নির্বাচন কমিশন কে যত ক্ষমতা দেয়া হয়েছে। তারা সেটি নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে কখনো ব্যাবহার করেনি।
প্রধান নির্বাচন কমিশনার, কেএম নূরুল হুদাকে ‘খলনায়ক’ বলে, তার মতো লোককে সিইসি নিয়োগ দেয়া দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. বদিউল আলম বলেন, সিইসির বক্তব্যে কেবল তারা নয়, সুজনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সবার মানহানি হয়েছে। এ বিষয়ে মানহানি মামলা করা হবে কি-না, তা পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ‘সুজন’ এমনটাই জানানো হয় সংবাদ সম্মেলনে।