সরিষাবাড়ীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত
- আপডেট সময় : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী নুরুল ইসলাম ও সুজাত আলী সরুর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভোলা শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়। নিহতের স্ত্রী লাইলী বেগম জানান, প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। এসময় দুই পক্ষের নির্বাচনী অফিসে আগুন ও ভাংচুর, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।