চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮০৯ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।
সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের ৫৬১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা, আর ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৪ জন। এর মধ্যে ৭৩০ জন চট্টগ্রাম নগরীর। আর অন্যরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।