নিগার সুলতানাকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নিগার সুলতানাকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ। কমনওয়েলথ বাছাইপর্ব দল থেকে বাদ পড়া অলরাউন্ডার জাহানারা আলম ডাক পেয়েছেন দলে।
দলে জায়গা হয়নি খাদিজাতুল কুবরার। এছাড়া বাকির সবাই নিয়মিত মুখ। বিশ্বকাপকে সামনের রেখে মিরপুরে ক্যাম্প শুরু টাইগ্রেসদের। মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের বিশ্বকাপ। এবারই প্রথম বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। আট দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২২ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে মোট ৩১টি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিগার সুলতানারা লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। করোনার কারণে বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে অটল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।