বাগেরহাটে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
- আপডেট সময় : ০৫:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বাগেরহাটে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গেল ২৪ ঘন্টায় ১২৮ নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৬২ জন। মারা গেছে ১৪৪ জন।
সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৮ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। এছাড়া বাসা-বাড়িতে চিকিৎসাধীন ৪১৪ জন। দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, টিকা গ্রহীতার সংখ্যাও বাড়ছে প্রতিদিন। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবক ও নার্সরা। জনগনকে টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।
করোনা সংক্রমন প্রতিরোধে মানিকগঞ্জে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি সচেতনতামূলক রেলি বের করা হয়। রেলি থেকে পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়। এসময় সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলীসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।