আলুর বাজারে হঠাৎ দরপতনে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে হতাশা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আলুর বাজারে হঠাৎ দরপতনে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে হতাশা নেমে এসেছে। ৩০ টাকা কেজির আলু নেমে এসেছে ১০ টাকায়। আলু সংরক্ষণে হিমাগার বাড়ানো ও বিদ্যুতের দামে ভর্তুকির দাবি জানিয়েছে তারা।
দেশে সবজির চাহিদায় শীর্ষস্থান দখল করে রেখেছে আলু। বছরে ৮৫ লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন ছাড়িয়েছে ১ কোটি টন। এক মাস আগেও খুচরা বাজারে আলু বিক্রি হয়েছে ৩০ টাকা কেজিতে। এমন দামে আশান্বিত হয়ে দেশের আলুচাষীরা বাড়ান উৎপাদন। কিন্তু করোনাকালে আয় কমে বেশিরভাগ মানুষের দারিদ্র্য বাড়ায় পড়ে গেছে আলুর চাহিদা। অপরদিকে যোগান বাড়ায় আলুর দামে ধ্বস নামায় হতাশ কৃষক।
বর্তমানে আলুর দাম পাইকারিতে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকায় নেমে এসেছে। তারপরেও বাজার প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়ায় হতাশ পাইকারী বিক্রেতারা।
দু’সপ্তাহর ব্যবধানেই পাইকারী বাজারে প্রতিমণ আলুর দাম কমেছে একশ’ থেকে দেড়শ’ টাকা। এমন অবস্থায় বিদেশে আলু রপ্তানী করা না গেলে এবার ক্ষেতেই পচে নষ্ট হবে লাখ লাখ টন আলু। তাই আলু সংরক্ষণে খরচ কমিয়ে হিমাগার বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের।