বরিস জনসন ইউরোপে নিজেদের সেনা ও সরঞ্জাম বাড়াতে ন্যাটোকে প্রস্তাব দেবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপে নিজেদের সেনা ও সরঞ্জাম বাড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তাব দেবে। এর আগে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল এক বিবৃতিতে এ ঘোষণা দেন বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আগামী সপ্তাহেই ন্যাটোর প্রধান কর্মকর্তাদের কাছে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তাব নিয়ে যাবে লন্ডন। এছাড়াও ইউক্রেন ইস্যু সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইউরোপের এই উত্তেজনাকর পরিস্থিতি সমাধানে আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাবেন বরিস। এছাড়াও, রক্তপাত এড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।