আজ মাঠে গড়াবে বিপিএলের ২টি ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আজ মাঠে গড়াবে বিপিএলের ২টি ম্যাচ। আজ দুপুরে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অন্য ম্যাচে খুলনা টাইগার্স এর প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
একদিন বিরতির পর আজ বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ১২.৩০ মিনিটে। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে ভিক্টোরিয়ান্সরা। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় নাঈম ইসলামের দল আর নিজেদের জয়ের ধারা ধরে রাখতেই মাঠে নামবে আত্মবিশ্বাসী কুমিল্লা । দিনের অন্য ম্যাচে বিকাল ৫.৩০ মিনিটে খুলনা টাইগার্স এর প্রতিপক্ষ ফরচুন বরিশাল।