বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে দিনের প্রথম ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে কুমিল্লা। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৩১ রান।
পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বন্দর নগরীর দলটি। ছন্দ ধরে রাখার মিশনে কুমিল্লাকে হারাতে চায় চট্রগ্রাম। অন্যদিকে, দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। একাদশে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম। মেহেদি মিরাজ স্বাভাবিকভাবেই আছেন দলে। অন্যদিকে কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন দাস ও আরিফুল হক। বাদ পড়েছেন মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫ টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।