সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আর, এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মাসহ ৬ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। একইসঙ্গে, এপিবিএন এর সদস্য এসআই শাহজাহান, কনস্টেবল রাজিবসহ ৭ জনকে খালাস দেয়া হয়েছে।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। মামলার বিবরণীতে আদালত মন্তব্য করে, লিয়াকত ও নন্দদুলালের সক্রিয় ভূমিকা প্রমাণিত হয়েছে। সেই সাথে গুলি করার পর মাটিতে লুটিয়ে পড়া সিনহাকে লাথি মারার অভিযোগও প্রমাণিত হয়েছে ওসি প্রদীপের বিরুদ্ধে। এছাড়া, এই হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য করা হয়েছে। এটি একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন বিচারক। দুপুর সোয়া ২টার দিকে রায় পড়া শুরু করেন আদালত। কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে তোলা হয়। রায় ঘোষনার পর কোর্ট প্রাঙ্গনে উপস্থিত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়েন। অনেকে এ রায় কে আইনশৃংখলা বাহিনীতে ঘাপটি মেরে থাকা অপরাধীদের জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেন।