এক নজরে চট্টগ্রামের টুকরো খবর
- আপডেট সময় : ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
এক নজরে চট্টগ্রামের টুকরো খবর
চট্টগ্রাম সিটি মেয়র এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। তাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে সংবাদপত্র’কে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রামের ”সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার সপ্তম বর্ষপুর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টবাণীর সম্পাদক ও প্রকাশক মো: নুরুল কবির। স্বাগত বক্তব্য দেন পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন। বিশেষ অতিথি ছিলেন কমরুদ্দিন আহমদ চৌধুরী, ফজল আহমদ,মঈনুদ্দিন কাদেরী শওকত, এস.এ.টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী হুমায়ুন কবির,অধ্যক্ষ ড.মাসুম চৌধুরী, রতন কান্তি দেবাশীষ সহ অন্যান্যরা।
চট্টগ্রামের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এম.রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত। দেশের মানুষের যেকোন দুর্ভোগে সবসময় তিনি পাশে আছেন এবং থাকবেন। ওয়ার্ড সচিব সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর জহরলাল হাজারী, আওয়ামী লীগ নেতা সাহাবউদ্দিন চৌধুরী, আনসারুল হক,আবুল হাসেম, নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
চট্টগ্রামের ইপিজেডে শাহাবুদ্দিন আলম ট্রাষ্টের অর্থায়ন ও বিজয় কেতনের সহায়তায় দুপুরে দুস্থ এবং অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৩৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।
দুপুরে চট্টগ্রামের শমসের পাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল এবং সমাজসেবক মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ইএফডি লটারি জানুয়ারি-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোঃ আকবর হোসেন।
প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ-কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ’ এই স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা আয়োজনে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস। গতকাল মাটিরাঙ্গা কুষ্ঠ প্রতিবন্ধী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দিনটি উপলক্ষে আলোচনা সভা হয়। সমিতি’র সভাপতি নজরাম ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খায়রুল আলম।বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের আরএমও মিল্টন ত্রিপুরা, ডিপিও সিএস পরেশ চাকমা প্রমুখ। এর আগে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রা হয়।
দুপুরে প্রেমস্ কালেকশনের উদ্যোগে চট্টগ্রামের ইউনেস্কো সেন্টারে অনুষ্ঠিত হলো ওয়েডিং ফ্যাশন শো। এতে দেশের খ্যাতিমান মডেলরা বিয়ের বাহারি পোশাক পরে অংশ নেন। এসময় প্রেমস্ কালেকশনের কর্ণধার আমভানি জানান, বিয়ের অনুষ্ঠানে দৃষ্টিনন্দন পোশাক ও ডিজাইনের কাপড় উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরতে এই আয়োজন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমান উল্লাহ সগিরসহ অন্যরাও উপস্থিত ছিলেন।