ওমিক্রনের দাপটে বাড়ছে করোনা রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৪:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ওমিক্রনের দাপটে দেশে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। হালে সারাদেশে করোনা রোগীর সংখ্যা ২ লাখেরও বেশি–এমন তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি আরও দুই সপ্তাহ অব্যাহত থাকার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তে মারা গেছে ১৩ জন।
এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে মৃত্যু হয় তাদের। এদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তি নাটোরের বাসিন্দা। এ ছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের তিনজন প্রাণ হারান।
যশোরে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। দুই জন ছিলেন করোনা আক্রান্ত। মৃত ৬ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। জানা যায়, যশোরের ৩২১ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পিসিআর টেস্টে ৮৫ এবং রেপিড অ্যান্টিজেন টেস্টে ৪৫ জনের করোনা শনাক্ত হয়।
ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন।
মেহেরপুরে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ জন। ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন শনাক্ত হয়। আক্রান্তের হার ৪৮ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মেহেরপুরে ৮ লাখ ৬ হাজার ৭শ’ জন করোনার টিকা নিয়েছেন। করোনার ঊর্ধ্বগতিতে এলাকাবাসীকে আরও সচেতন হতে জেলা প্রশাসন, স্থানীয় ছাত্রলীগ মাক্স বিতরণ এবং তথ্য অফিস সার্বক্ষণিক মাইকিং করছে।