ইউক্রেন সংকটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক
- আপডেট সময় : ০৮:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন সংকটে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিবাদে জড়িয়ে পড়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তারপরও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে রাজি পশ্চিমা বিশ্ব। আজ নতুন করে আবারো বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
যে কোন সময় রাশিয়া হামলা করতে পারে ইউক্রেনে….এ আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দফায় দফায় বৈঠক করেও কূটনৈতিকরা আসতে পারেনি কোন সমাধানে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বনেতারা বার বারই দিয়েছেন হুশিয়ারী। তা সত্তে ও নিজের সিদ্ধান্তে অনড় তিনি।
আর তাই এবার হুশিয়ারী নয়, পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
চলমান এই উত্তেজনার মধ্যেই গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন সংকট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়ে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করেই আলোচনার জন্য ওই বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র।
তবে এত কিছুর পরেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে রাজি পশ্চিমা বিশ্ব । আর তাই আজ নতুন করে আবারো বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
নিজ দেশকে রক্ষায় বেসামরিক লোকদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন সেনাবাহিনী। নারী পুরুষ নির্বিশেষে সকলেই যোগ দিচ্ছে নতুন এই আধাসামরিক বাহিনীতে। সীমান্তে দু’পক্ষের ভারী অস্ত্র মোতায়েন অব্যহত রয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে আছে রাশিয়া। তারা এরই মধ্যে ক্ষেপনাস্ত্র পরীক্ষাও চালিয়েছে দেশটি। মোতায়েন করা হয়েছে এস ফোর হানড্রেডের মতো ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।