আফগানিস্তানে খুলেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো আজ খুলেছে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও ফিরেছে ক্যাম্পাসে। তবে, নারী শিক্ষার্থীদের ক্লাস করতে শর্ত বেঁধে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষণা করেনি দেশটি। তবে শিক্ষা কর্মকর্তারা জানায়, পুরুষ শিক্ষার্থীদের থেকে আলাদা থাকার শর্তে নারীদের ক্লাস করার অনুমতি দেয়া হয়েছে। আফগানিস্তানের সবচেয়ে বড় সরকারি নানগারহার বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি দরজা দিয়ে নারী শিক্ষার্থীদের ঢুকতে দেয়া হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে তালেবানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। প্রতিটি মানুষের শিক্ষা অর্জনের ক্ষেত্রে সমান সুযোগ পাওয়া জরুরি বলে জানায় সংস্থাটি।