বান্দরবানে গোলাগুলিতে ১ সেনা কর্মকর্তা ও জেএসএস’র ৩ সদস্য নিহত
- আপডেট সময় : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের গোলাগুলিতে ১ সেনা কর্মকর্তা ও জেএসএস দলের ৩ সদস্য নিহত হয়েছে। বুধবার রাতে রুমার বথিপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।
আইএসপির জানায়, বুধবার রাতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃতে ১১ সদস্যের একটি বিশেষ দল রুমা জোনের জেইংগা পাড়া এবং সেফ পাড়া পরিদর্শনে গেলে হঠাৎ জেএসএস সশস্ত্র দল তাদের ওপর হামলা করে। এ সময় সিনিয়র অফিসার হাবিবুর রহমানের মাথায় এবং সৈনিক ফিরোজ হোসেনের পায়ে গুলি লাগে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর গুলি চালালে জেএসএস এর তিন সদস্য নিহত ও একজন আহত হয়।ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ৩টি দেশী বন্দুক, সেনাবাহিনীর আদলে পোশাক, ২৮০ রাউন্ড গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।