সাতক্ষীরায় বানিজ্যিকভাবে কুল চাষ করে লাভবান কৃষকরা
- আপডেট সময় : ০২:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বানিজ্যিকভাবে কুল চাষ করে লাভবান কৃষকরা। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে কুলের আবাদ। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কুল চাষীদের সব ধরণের সহযোগিতা করায় এবছর কুলের ভাল ফলন হয়েছে।তবে, করোনার জন্য দাম একটু কম বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দেশব্যাপী সাতক্ষীরার উৎপাদিত এসব কুল ব্যাপক চাহিদা ও সুনাম থাকায় চলতি মৌসুমে জেলার কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি প্রতি বছর কুল চাষ করেন। চলতি মৌসুমে সাতক্ষীরার সাত উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার কুলের আবাদ করা হয়েছে। এসব কুলের মধ্যে রয়েছে বাউকুল, আপেলকুল, নাইন্টিকুল, নারকেলকুল, বল সুন্দরীকুল। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মন উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এ জেলার উৎপাদিত কুল স্থানীয় চাহিদা মিটিয়ে খুলনাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
উৎপাদন খরচ কম হলেও এবারও করোনার কারণে চাষীরা ভাল দাম পাচ্ছে না বলে জানিয়েছেন এই কুল চাষী।
প্রায় দুই দশক থেকে সাতক্ষীরায় বাণিজ্যিক ভাবে কুল চাষ হচ্ছে। আর ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষিবিদ।
কম খরচে অধিক লাভ হওয়ায় জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ।