করোনার উর্ধ্বগতি প্রতিরোধে ঘোষিত বিধিনিষেধ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১২ বার পড়া হয়েছে
করোনার উর্ধ্বগতি প্রতিরোধে ঘোষিত বিধিনিষেধ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার।
৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বিক কার্যক্রম ও যাতায়াতে বিধিনিষেধ মেনে চলতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে কোনো সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১শ’ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে সবাইকে টিকা কার্ড এবং পিসিআর টেস্টের সার্টিফিকেট রাখতে হবে। বন্ধ থাকবে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনীকক্ষে পাঠদান। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।