চট্টগ্রামে ঘোষনার পরও বাংলায় নামফলক প্রতিস্থাপনে মিলছেনা কোন সাড়া
- আপডেট সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ঘোষনার পরও বাংলায় নামফলক প্রতিস্থাপনে মিলছেনা কোন সাড়া। সাধারণ মানুষ বলছেন, ভাষার আন্দোলনে প্রাণ দেয়া জাতির জন্য এটি সত্যিই লজ্জাজনক। তবে, একুশে ফেব্রুয়ারীর আগেই প্রতিষ্ঠানের নাম ফলক বাংলায় প্রতিস্থাপন করা না হলে, আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন–সিটি মেয়র।
চট্টগ্রাম নগরীর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের নামফলক ইংরেজিতে লেখা। হাতে গোনা কয়েকটি নামফলকে বড় করে ইংরেজী লেখার নীচেই, ছোট করে লেখা রয়েছে বাংলা।
ভাষার মাস এলেই প্রতিষ্ঠানের নাম ফলক বাংলায় লেখার তোড়জোড় শুরু করে সিটি কর্পোরেশন। এবারো তার ব্যতিক্রম নয়। নাম ফলক বাংলায় প্রতিস্থাপনে পত্রিকার বিজ্ঞপ্তিতেও মেলেনি কোন সাড়া। তাই ফেব্রুয়ারীর শুরুতে চালানো হয় অভিযান। কালো কালি লাগিয়ে দেয়া হয় ইংরেজি লেখা নাম ফলক গুলোতে।
বাংলায় নাম ফলক লেখার ব্যাপারে সারা বছর সিটি কর্পোরেশনের তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা।
প্রয়োজনে কঠোর হওয়ার কথাও জানান বাংলায় নাম ফলক প্রতিস্থাপন আন্দোলনের এই নেতা।
একুশে ফেব্রুয়ারির আগেই সকল নাম ফলক বাংলায় প্রতিস্থাপনের আহ্বান জানিয়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, এর ব্যত্যয় হলে নেয়া হবে ব্যবস্থা।
উচ্চ আদালতের নির্দেশনায় বলা আছে নাম ফলকে বাংলা থাকবে ৬০ শতাংশ আর ইংরেজি থাকবে ৪০ শতাংশ।