সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সিলেটের কানাইঘাটে চাঞ্চল্যকর ফরিদউদ্দিন হত্যা ও পা কেটে নেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেফতার করেছে রেব। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
সকালে রেব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান সংবাদ সম্মেলনে জানান, গতরাতে মৌলভীবাজারের শেরপুরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নাজিম উদ্দিন ও তার দেয়া তথ্যে হত্যাকাণ্ডে জড়িত কাওছার আহমদকে দক্ষিণ সুরমা ও মোস্তাক আহমদকে সিলেটের বন্দর বাজার থেকে গ্রেফতার করা হয়। গত ৩১ জানুয়ারি পূর্ব শত্রুতার জেরে দুই মুখোশধারীর অতর্কিত হামলায় গুরুতর আহত হন ফরিদ। এসময় হামলাকারীরা ফরিদের একটি পা কেটে নিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান ফরিদ। এছাড়াও, রেব কর্মকর্তারা জানান, হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূ রাজনা বেগম হত্যাকাণ্ডে অভিযুক্ত স্বামী সফিক মিয়াকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারী যৌতুকের জন্য রাজনা বেগমকে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী।