কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের যুবক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যাম্প-১১ এর বি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ৮-এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের বাসিন্দা মোস্তাক আহমদের বসতঘরে অভিযানে যায় এপিবিএন সদস্যরা।এসময় তোষকের নিচে তল্লাশি করে ১ ফুট ১ ইঞ্চি কাঠের বাটযুক্ত লোহার তৈরি একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ বি-১৫ ব্লকের আজিম আলীর ছেলে মোস্তাককে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।