ইআইবি বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন ক্রয় এবং দেশব্যাপী কোভিড-নাইনটিন টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক ঋণদাতা সংস্থা—ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক- ইআইবি বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে।
ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-নাইনটিনের নেতিবাচক প্রভাব হ্রাসের পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে। নাগরিকদের কোভিডের প্রভাব থেকে নিরাপত্তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধিও নিশ্চিত করবে। ২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবি’র অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য কোভিড টিকাদানে সুদূরপ্রসারী সহায়তা ও স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণ।