ভূমধ্যসাগরে তীব্র শীতে প্রাণ হারানো ৭ বাংলাদেশী নাগরিকের মরদেহ পাঠানোর প্রস্তুতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তীব্র শীতে প্রাণ হারানো ৭ বাংলাদেশী নাগরিকের মরদেহ ৮ ফেব্রুয়ারি থেকে দেশে আনা শুরু হবে। দুই ধাপে তাদের মরদেহ দেশে আসবে। প্রথম ধাপে ৮ ফেব্রুয়ারি মরদেহ পাঠানোর প্রস্তুতি নিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সিসিলির অ্যাগ্রিজেনটো কবরস্থানের মর্গ পরিদর্শন করেন। সেখানে ৭ বাংলাদেশি নাগরিকের মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য রাখা হয়েছে। গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় তীব্র ঠাণ্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশী হলেন—মাদারীপুরের পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং বাপ্পী। মৃত অপর দু’জন সুনামগঞ্জের মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।