আজ থেকে পেট্রাপোল-বেনাপোল বন্দরে পুনরায় চালু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
টানা ৪দিন পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চালু হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য।
পরিবহণ শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বৃহস্পতিবার পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির পক্ষ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরই বন্দরের সঙ্গে যুক্ত পরিবহণ শ্রমিকসহ বিভিন্ন সংগঠন মিলিতভাবে সরকারি নির্দেশ বিবেচনা করে আমদানি-রফতানি চালু করার সিদ্ধান্ত নেয়। বিএসএফের হয়রানি, বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেয়া, ৬ মাস গাড়ির কাগজ বৈধ করাসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে অনির্দিস্টকালের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়। তারই জেরে গত ৩১ জানুয়ারি থেকে টানা ৪ দিন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে।