শুক্রবার বেইজিং সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
- আপডেট সময় : ০২:২০:০২ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইউক্রেন সংকট নিয়ে টান টান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে শুক্রবার বেইজিং সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তিনি চীনের প্রেসিডেন্ট চি জিন পিং এর সাথে বৈঠক করেন। বৈঠকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানায় এই দু’নেতা।
এক যৌথ বিবৃতিতে দুই নেতা একে অপরের দেশের পররাষ্ট্রনীতির প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন সংকটকে ঘিরে ন্যাটো জোটের দেশগুলোর সঙ্গে বিরোধে রাশিয়াকে জোরালোভাবে সমর্থন করছে চীন। তবে ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে সমর্থন করবেনা চীন। এছাড়াও বৈঠকে তাইওয়ান নিয়ে চীনের অবস্থানকে রাশিয়ার সমর্থন জানায়। এবং দুই দেশের নিরাপত্তাসংক্রান্ত ইস্যুগুলোতিও পরস্পর সমর্থন জানান। ইউক্রেন সংকট ছাড়াও চি জিন পিং ও পুতিন বাণিজ্য বিষয়ে কথা বলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীনে গ্যাস রপ্তানি বাড়াতে তাঁর দেশ নতুন চুক্তি করতে প্রস্তুত। দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যও উল্লেখযোগ্য মাত্রায় বাড়াতে চান তিনি।