করোনাকালেও চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনাকালেও চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২১ সালে অতীতের সব রেকর্ড ভেঙ্গে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয় দেশে। বাগান সম্প্রসারন-উন্নয়ন, নতুন বিনিয়োগসহ নানা পদক্ষেপের কারণে এই শিল্পে সফলতা আসছে বলে জানান সংশ্লিষ্টরা।
দেশে চায়ের ৭০ ভাগ উৎপাদন হয় মৌলভীবাজারের ৯২টি বাগানে। প্রত্যাশার চেয়ে অতিরিক্ত চা উৎপাদনে খুশি মালিক শ্রমিক উভয়েই। তবে চোরাই পথে নিম্মমানের চা দেশে আসায় নিলামে দর কম পাচ্ছেন বাগান মালিকরা।
উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরেই বাংলাদেশ বছরে ১০ কোটি কেজি চা উৎপাদনের তালিকায় স্থান করে নেবে।
উচ্চ ফলনশীল জাতের চা চাষ বাড়ানোসহ চা বোর্ডের নানামুখি পদক্ষেপের কারণে ২০২১ সালে উৎপাদন বাড়তে থাকে বলে জানান চা বিজ্ঞানী।
১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়া চা-বাগানের মাধ্যমে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়।