ই-কর্মাস খাতকে আধুনিকায়ন করতে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ ‘ইউবিআইডি’ উদ্বোধন
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্ব অর্থনীতিতে ই-কর্মাস খাতকে আধুনিকায়ন করতে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ ‘ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন…ইউবিআইডি উদ্বোধন করা হয়েছে। সচিবালয়ে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে অ্যাপটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এই অ্যাপ উদ্বোধনের ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে ব্যবসায় আগ্রহীদের নিবন্ধনের আওতায় আসতে হবে বলে জানান তিনি। অগ্রিম টাকা নিয়ে যথাসময়ে পণ্য না দেয়া, মার্চেন্টদের পাওনা পরিশোধে গড়িমসি করছে অনেক অনলাইন ব্যবসায়ী। এমনকি বিদেশেও চলে গেছে অনেক উদ্যোক্তা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে ই-কমার্স খাতে অনেকাংশ অনিয়ম কমবে। প্রথম দিনেই ১১টি প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ দেয়া হয়। এদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সনদ দেয়া হয়।