দেশে করোনা প্রতিরোধে টিকাদানের বর্ষপূর্তি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে করোনা প্রতিরোধে টিকাদানের বর্ষপূর্তি আজ। এক বছরে ৫৭ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এক বছরে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় ১০ কোটি এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন সাড়ে ৬ কোটি মানুষ। মার্চের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে। গত মাসে ৩ কোটি ৪০ লাখ লোক টিকা নিয়েছে। বুস্টার ডোজ পেয়েছেন ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জন। টিকা গ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে বলে তথ্য দিচ্ছে অধিদপ্তর। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিরাপদ থাকতে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী ২ মাসের মধ্যে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয় এই টিকাদান কর্মসূচি।