বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রত্যেক নাগরিককে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
২০২১ এর ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকাদান শুরু হয়। ঠিক এক বছরে দেশে প্রথম ডোজ টিকা পেয়েছে ১০ কোটির কাছাকাছি মানুষ। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫১ লাখেরও বেশি ব্যক্তিকে। বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে ২০ লাখ ৭৮ হাজার ৫০৫ জনের।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস শনাক্ত হয়েছে নয় হাজার ৩৬৯ জনের। আগের দিনের তুলনায় প্রায় এক হাজার বেশি। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ৬২৭ ও শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৯০১ জনের।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে। করোনার সব টিকাই কার্যকর বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, টিকা নেওয়ার কারণে মৃত্যুহার আশংকাজনক হারে বাড়েনি।
সবাইকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার আবারও অনুরোধ জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।