পিকআপের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত
- আপডেট সময় : ১২:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে ।
পুলিশ জানায়, চার ভাইসহ একই পরিবারের নয় সদস্য ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পরে আরও তিন ভাই মারা যান। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, চুয়াডাঙ্গার জয়রামপুরে ইঞ্জিল চালিত অটো রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। জানা যায়, জয়রামপুর গ্রামের কাঠালতলায় বিপরীত দিক থেকে আসা স্থানীয় যানে সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত রিফাত ও তার বন্ধু মানিককে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।