বাবার শ্রাদ্ধ থেকে ফেরার পথে কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় ৫ ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় সদ্য প্রয়াত পিতার পারলৌকিক শান্তি কামনায় মন্দিরে পূজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চার পুত্রসহ একই পরিবারের ৫ জন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন। হৃদয় বিদারক এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সময় তখন সকাল ৮টা। ধর্মীয় রীতি মেনে সদ্য প্রয়াত পিতা সুরেশ চন্দ্র শীলের শ্মশান পরিস্কার, ক্ষৌর কর্ম ও প্রণাম শেষে বাড়ি ফিরছিলেন তার ৭ ছেলে ও এক মেয়েসহ পরিবারের ১০ জন।
পথিমধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট ফকিরশাহে পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা পিকাপ ভ্যান চাপায় দুর্ঘটনায় পড়ে পরিবারটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চার ভাই অনুপম, নিরুপম, দীপক ও চম্পক। পরে হাসপাতালে মারা যান স্মরণ শীল নামে আরও এক ভাই। এমন দুর্ঘটনায় স্তব্ধ আত্মীয় পরিজন।
এদিকে মরদেহগুলো মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। দুর্ঘটনার পর পরই চালক পিকআপ ভ্যানসহ পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চালক ও পিকআপ ভ্যানটি ধরতে অভিযান চলছে।
১০দিন আগে নিহতদের পিতা সুরেশ শীল পরলোকগমন করেন। জন্মদাতার চির প্রয়াণের শোক না কাটতেই ৫ সন্তানের এমন মৃত্যুর মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।