নীতিমালা উপেক্ষা করে সিরাজগঞ্জে ফসলি জমির মাটি দিয়ে চলছে ইট তৈরির কাজ
- আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নীতিমালার তোয়াক্কা না করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন ফসলি জমির মাটি কেটে নেয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এভাবে জমির উপরের মাটি উত্তোলনে উর্বরতা হারাচ্ছে জমি। এতে অদূর ভবিষ্যতে দেশে খাদ্য সংকটের আশঙ্কাসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন কৃষিবিদরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ফসলি জমির মাটি বিভিন্ন ইটভাটায় পুড়িয়ে বানানো হয় ইট। নিয়ম নীতির তোয়াক্কা না করে তিন ফসলি জমির টপ সয়েল কেটে নেয়ায় উৎপাদন ক্ষমতা হারাচ্ছে জমি। স্থানীয় কৃষক আর্থিকভাবে সাময়িক লাভবান হওয়ার আশায় জমির উর্বর মাটি বিক্রি করে দিচ্ছেন। ভাটা মালিকরা কৃষকদের নামমাত্র টাকার প্রলোভন দেখিয়ে ভেকু মেশিনের সাহায্যে আবাদি জমির উপরের অংশ কেটে ট্রাক ভরে নিয়ে যাচ্ছে ভাটায়। এতে কমছে ফসলি জমির পরিমাণও।
অন্যদিকে কাঁচাপাকা রাস্তায় মাটিবোঝাই ট্রাক চলাচলে রাস্তাগুলো ক্ষতিগ্রস্থ হওয়ায় বাঁধাগ্রস্থ হচ্ছে উন্নয়ন। আর ধুলাবালিতে দূষিত হচ্ছে পরিবেশ।
এভাবে ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহারে মাটির জৈব শক্তি কমে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়বে কৃষক। এজন্য মাটি বিক্রি বন্ধে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
মাটি কাটার অভিযোগ পাওয়ায় ইতোমধ্যে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসন থেকে অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অবৈধ ভাবে মাটি কাটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই মনে করেন সচেতন মহল ।