সাভার ও আশুলিয়ায় সাতটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে সাভার ও আশুলিয়ায় সাতটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আমিনবাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় সোনার বাংলা ব্রিকসকে নগদ ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। এছাড়া একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকসের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্ল্যা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসের সব কার্যক্রম বন্ধসহ নগদ ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।