চাঁদপুরে ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে এ বছর স্ট্রবেরি চাষে ব্যাপক সাফল্য
- আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের আলোচিত ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে এ বছর স্ট্রবেরি চাষে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ করে সুগন্ধিযুক্ত, সুস্বাদু, রসালো ওজার্ক বিউটি নামের এই স্ট্রবেরির বাম্পার ফলন হয়েছে। সাইজে বড় ও লম্বাটে এই স্ট্রবেরির স্বাদ এতই চমৎকার যে,আমদানিকৃত যে-কোন জাতের স্ট্রবেরিকে হার মানাচ্ছে।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে পরিত্যক্ত একটি ইটভাটায় বালু ভরাট করে ফ্রুটস্ ভ্যালি এগ্রো স্থাপন করেন হেলাল উদ্দিন। শুরুর পর থেকেই একের পর পর পরিক্ষামূলক বিভিন্ন প্রজাতির ফলের চাষাবাদ শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় গত বছর ফ্রুটস্ ভ্যালিতে চাষ করেন আমেরিকান ৩টি জাতের স্ট্রবেরির। কিন্তু আবহাওয়ার প্রতিকুলতার কারণে তা সফলতার মুখ দেখেনি। তবে এবছর ওজার্ক বিউটি নামের সম্পূর্ণ নতুন জাতের স্ট্রবেরি চাষে ব্যাপক ফলন হয়েছে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এই চাষাবাদ চলছে বলে জানান কর্মচারীরা।
স্ট্রবেরির চাষে সফলতার কথা শুনে সরেজমিনে দেখতে ছুটে আসছেন আশেপাশের জেলা ও উপজেলার নতুন উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, বাণিজিক ওজার্ক বিউটি দেশে আশার আলো দেখাচ্ছে। সুগন্ধিযুক্ত, সুস্বাদু ও রসালো, সাইজে বড় ও লম্বাটে ওজার্ক বিউটির স্বাদ এতই চমৎকার যে আমদানিকৃত যেকোন জাতের স্ট্রবেরিকে হার মানাবে বলে দাবী করছেন, ফ্রুটস্ ভ্যালি এগ্রোর স্বত্ত্বাধিকারী।
এদিকে ফ্রুটস্ ভ্যালি এগ্রোতে স্ট্রবেরিসহ সকল প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক পরামর্শ, দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
পাতার দাগ ও পাতা ঝলসে যাওয়া রোগ প্রতিরোধী ও স্ব-পরাগায়ন জাতের ওজার্ক বিউটি ভবিষ্যতে এদেশের আবহাওয়া উপযোগী একটি বাণিজ্যিক জাত হতে পারে।