প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৮:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে অর্থনীতিবিদরা মনে করেন, অর্থনীতি পুনরুদ্ধারে আগে ক্ষতির স্বীকৃতি ও সঠিক পরিসংখ্যানের মাধ্যমে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
করোনার ঝড় সামলে ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে ব্যবসায়ীরা। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা দিন-রাত যুদ্ধ করছে টিকে থাকতে। বড়দের মতো প্রণোদনা ও সহযোগিতাও পায়নি তারা।
নাজুক বিশ্ব অর্থনীতিতে অনেক দেশই হোঁচট খাচ্ছে। এর মধ্যেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তবে, আবারো অমিক্রন হানায় আতংক কাটছেনা ব্যবসায়ীদের।
সবশেষ পরিসংখ্যান বলছে ২০২০-২১ অর্থবছরে, ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মাথাপিছু আয়ও বেড়ে দাঁড়িয়েছে ২৫৯১ ডলার। তবে, এই ধারা অব্যাহত রাখতে বিশেষ পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের বাইরে রেখে জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও দেশে সুষম উন্নয়ন হবে না বলে মনে করেন তারা।