যুক্তরাষ্ট্র থেকে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে তাইওয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনছে তাইওয়ান।
চীনের আগ্রাসী আচরণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ অস্ত্র কাজে আসবে বলে মনে করছে তাইওয়ান। সামরিক সরঞ্জাম বিক্রির প্রধান ঠিকাদার হবে দুই মার্কিন কোম্পানি রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রনালয়। চীনের ক্রমাগত সামরিক সম্প্রসারণ আর উসকানিমূলক কর্মকাণ্ডের মুখে আছে দেশটি। এমন পরিস্থিতিতে নতুন এ চুক্তি দেশটিকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে সহায়তা করবে।