ইউরোপের ব্যাংকগুলোয় রাশিয়ার পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার আশঙ্কা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যু নিয়ে চলমান উদ্বেগের মধ্যে ইউরোপের ব্যাংকগুলোয় রাশিয়ার পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার আশঙ্কা করছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এ ধরনের সাইবার হামলা মোকাবিলায় ব্যাংকগুলোকে প্রস্তুত করতে কাজ চালাচ্ছে তারা।
বর্তমানে ইসিবির নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দে। ইতিমধ্যে সাইবার হামলা ঠেকাতে ব্যাংকগুলোর প্রতিরোধব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকটি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অচলাবস্থার কারণে ইউরোপের রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা উদ্বেগের মধ্যে রয়েছেন। এ মুহূর্তে যেকোনো সংঘাত পুরো অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে বলে মনে করছেন বিষেশজ্ঞরা।