নাটোরের গুরুদাসপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ৪
- আপডেট সময় : ০২:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারের জেরে নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৪ জন।
পুলিশ জানায়, খাকড়াদহে আওয়ামী লীগ সমর্থক রিপন সরকার ও হাবিব মন্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলছে।এরই জের ধরে বুধবার সন্ধ্যার পর উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হাবিব গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় রিপন সরকার গুলিবিদ্ধ হয়।আহন হয় উভয় পক্ষের আরো ৪ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নির্বাচনী পরবর্তী সহিংসতায় নারীসহ ৬ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে দুই মোটরসাইকেল ও আলমসাধুযোগে ১০ থেকে ১৫ জন হামলাকারী আড়িয়া গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জাহাঙ্গীরসহ ৪ জন আহত হয়। পরে এলাকাবাসি ধাওয়ার মুখে হামলাকারীরা পালিয়ে যায়।