একসময়ের মঙ্গাপ্রবণ থেকে শিল্পাঞ্চলে পরিণত রংপুর
- আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বহু শিল্প কারখানা গড়ে উঠায় এক সময়ের মঙ্গাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রংপুর জেলা এখন অনেকটাই বদলে গেছে। এর ফলে মানুষের জীবনযাত্রার মানও অনেক উন্নত হচ্ছে। দিন দিন সমৃদ্ধ হচ্ছে জেলার পর্যটন খাতও। জেলার পর্যটকদের সেবা দিতে সরকারী বেসরকারী হোটেল মোটেল গুলোও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহরে গড়ে উঠেছে ৫ তারকা হোটেলও।
একসময় দেশের দারিদ্রপ্রবণ এলাকার নামের তালিকার শুরুতে ছিলো রংপুর জেলার নাম। কিন্তু বর্তমান অবস্থা দেখলে তা বুঝে উঠার কোনো উপায় নেই। উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রা। স্বাক্ষরতার হারও বেড়েছে অনেক। কৃষিখাতের উন্নয়নের পাশাপাশি গড়ে উঠেছে বহু শিল্প কারখানা।
উন্নয়ন দেখে নিজের এলাকা রংপুরকে এখন ভিন্ন চোখে দেখছে প্রবীণ ও নতুন প্রজন্ম।
কৃষিখাতের উন্নতিতে কম খরচে উৎপাদন বেড়েছে। লাভবান হচ্ছেন কৃষকরা। ফিরেছে স্বাচ্ছন্দ্য। খেয়ে পড়ে এখন সন্তানদের স্কুলে পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে পারছেন অনেকে।
জেলা প্রশাসক বলছেন, রংপুর এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং জেলার মানুষের স্বাক্ষরতার হার বাড়ছে বলেও জানান তিনি
এদিকে জেলায় পযর্টকদের আগমন বেড়ে গেছে বহুগুণ। সেবা দিয়ে লাভজনক অবস্থায় রয়েছে রংপুরের পর্যটন কর্পোরেশন। করোনা পরিস্থিতিতেও গেলো ছয় মাসে এখাত থেকে অর্ধ কোটি টাকারও বেশি আয় হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক।
এদিকে, জেলার উন্নয়নের অংশীদার ৫ তারকা মানের হোটেল গ্র্যান্ড প্যালেসও। পযর্টকদের মানসম্মত সেবা দিয়ে ব্যবসায়িক সাফল্য গুণছে এ প্রতিষ্ঠানটিও।
জেলা প্রশাসক জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রংপুরের সমৃদ্ধ ইতিহাস পর্যটকদের আগ্রহ তৈরিতে কাজ করছে।
এদিকে রংপুর ট্যুরিজম বোর্ড থেকে ভ্রমণ ইচ্ছুকদের যাবতীয় দিক নির্দেশনা দেয়া হয় বলে জানালেন প্রশাসনিক কর্মকর্তা।