মেক্সিকোয় কয়েক সপ্তাহ ধরে একের পর এক সংবাদকর্মীকে হত্যা করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মেক্সিকোয় কয়েক সপ্তাহ ধরে একের পর এক সংবাদকর্মীকে হত্যা করা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকায় আরো এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত দেড় মাসে দেশটিতে এ পর্যন্ত ছয় গণমাধ্যমকর্মী হত্যার শিকার হলেন।
পুলিশ জানায়, নিহত সাংবাদিক নোটিসিয়াসওয়েব নামে একটি পোর্টাল চালাতেন। স্থানীয় সরকারের রাজনীতি ও দুর্নীতি নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। নিজের স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় আক্রমণের শিকার হন তিনি। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত জানুয়ারিতেই দেশটিতে তিন সাংবাদিক ও এক মিডিয়াকর্মী নিহত হয়েছেন। গত সপ্তাহে হত্যা করা হয়েছে আরেক সাবেক সাংবাদিককে। মানবাধিকার সংগঠন আর্টিকেল ১৯’র মতে, বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি মেক্সিকো।