বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।
সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হাফেজ আহম্মেদ। স্থানীয়রা জানান, আবদুল মজিদের ছেলে আব্দুল মালেক ও হাফেজের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানের ছুরি দিয়ে হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করেন মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহের পোড়াহাটি কসাইপাড়া গ্রামে বিবিজান নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করেছে রেব। সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুপুরে ছাগলের খাবার জোগাড়ে বাড়ির পাশের বাগানে পাতা আনতে যায় বিবিজান। সে সময় মধ্যবয়সী এক ব্যক্তি তাকে বাঁশের খুটি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে ফরিদপুর হাসপাতলে নেয়ার পথে মৃত্যু হয় তার।
ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে আরাফাত রহমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। স্থানীয়রা জানান, গত ৮ ফেব্রুয়ারি বিকেল থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।