যশোরের গদখালীতে চাষ হচ্ছে শীত প্রধান দেশের জনপ্রিয় ফুল- টিউলিপ
- আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দেশে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালীতে চাষ হচ্ছে শীত প্রধান দেশের জনপ্রিয় ফুল- টিউলিপ। পরীক্ষামূলক চাষে মাত্র ২১ দিনে গাছে কাঙ্খিত ফুল পাওয়ায় এখানকার ফুলচাষী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এ ফুল দর্শনার্থীদের পাশাপাশি চাষী পর্যায়েও আগ্রহ বাড়াচ্ছে।
শীত প্রধান দেশের জন্য টিউলিপ একটি অভিজাত ফুল হিসেবে পরিচিত। তবে এই ফুল এখন নানান জাতের ফুলের সাথে শোভা পাচ্ছে দেশের ফুলরাজ্যে হিসেবে পরিচিত যশোরের গদখালীর মাঠে। এখানকার প্রসিদ্ধ ফুল চাষি ইসমাইল হোসেন এবছর মাত্র ৫ শতক জমিতে এ ফুল চাষ করে ব্যাপক সফল হয়েছেন। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরীক্ষামূলক ৫ হাজার ফুলের কন্দর লাগিয়ে প্রথম বছরেই সাড়া ফেলেছেন তিনি। মাত্র একুশ দিনেই তার ক্ষেতে নানা রঙের টিউলিপ মাথা উঁচু করে রাজসিক সৌন্দর্য ছড়াচ্ছে।
টিউলিপ ফুল চাষে ইসমাইল হোসেনের এ সাফল্য এলাকার অনেক ফুল চাষীর ফুল চাষে আগ্রহ সৃষ্টি করেছে।
আর এ ফুল বাগান দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুঁটে আসছেন ফুলপ্রেমীরা।
টিউলিপের বাণিজ্যিক চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা।
টিউলিপের প্রায় ১৫০ টি জাত রয়েছে। এর মধ্যে সাতটি প্রজাতির ৫ হাজার কন্দ সরকারি সহায়তায় হাতে পেয়েছেন ইসমাইল হোসেন।