অবশেষে শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের দুঃখপ্রকাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলায় আহত শিক্ষার্থী সজল কুন্ডুর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণসহ ১৩টি লিখিত দাবি করেছে শিক্ষার্থীরা। গতরাতে সংবাদ সম্মেলনে এ দাবি করে শিক্ষার্থীরা।
দ্রুত উপাচার্যকে অপসারণ, প্রশাসনিক পদে যোগ্য ব্যক্তি নিয়োগ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, অনলাইন লেনদেনের অ্যাকাউন্ট খোলা, ক্যাম্পাস থেকে পুলিশের স্থায়ী স্থাপনা অপসারণসহ ১৩টি লিখিত দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষামন্ত্রীর নির্দেশে শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদে আজ শিক্ষার্থীদের কাছে দু:খ প্রকাশ করেছেন।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উপাচার্য , বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা জানান।