দিনাজপুর গাজীপুর সাতক্ষীরা ও বরিশালে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত
- আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দিনাজপুর, গাজীপুর, সাতক্ষীরা ও বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দরের মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই যাত্রী হালিমা খাতুন ও জলিল মারা যান।
সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাইমের মা জানায়, সকালে নানী-নাতি হোসেনপুর থেকে এমসি বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।
ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছে। নিহতের নাম ফেরদৌস বেপারী।
রাজবাড়ীতে প্রাইভেটকার চাপায় সবুজ প্রামাণিক নামে একজন নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার কামালদিয়ার টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছে।