করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমন কমে এসেছে চট্টগ্রামে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমন কমে এসেছে চট্টগ্রামে। দীর্ঘ একমাস পর গেলো ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা নেমে এসেছে ২শ’-র নিচে। মারা যায়নি কেউই।
ওমিক্রনের সংক্রমন কমে আসলেও জনসাধারণকে সতর্কতার সাথে বিধি মানাতে আহবান জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। গেলো ২৪ ঘন্টায় ২ হাজার ৩শ’ ৭৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১শ’ ৮২ জনের। এদের মধ্যে, মহানগরের ৭৩ জন এবং বিভিন্ন উপজেলায় শনাক্ত হয়েছে ১শ’ ৯ জন। গেলো ২৪ ঘন্টায় শনাক্তের হার ৯ দশমিক ১ শতাংশ। যদিও গত ২৬ জানুয়ারি শনাক্তের হার ছিলো ৩৪ দশমিক ১২ শতাংশ। সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মহামারি করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৬০ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১ জন।